রূপসায় সাবেক ছাত্রনেতা এজাজের দাপন সম্পন্ন

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১১:৩০ অপরাহ্ন   |   সারাদেশ




এম এ আজিম, (খুলনা): 
খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুর গ্রামের মরহুম শেখ সরোয়ার হোসেন মৌলভীর ছোট ছেলে ও শেখ আনোয়ার হোসেন হেলালের ভাই রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা শেখ এজাজ হোসেন চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা নামাজ (২২ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় তালিমপুর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। 
জানাজা নামাজের ইমামতি করেন, মরহুম এজাজ হোসেনের ভাইপো হাফেজ আশরাফুল ইসলাম। এ-সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.কামাল হো‌সেন বুলবুল।
সোনাডাঙ্গা বাস শ্রমিক ইউ‌নিয়‌নের সহ-সভাপ‌তি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, রূপসা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুল আ‌লিম, অধ্যাপক গিয়াস উ‌দ্দিন, ইসলামী ব‌্যাংকের মো. জিহাদুজ্জামান, মাওলানা মামুনুর র‌শিদ, মো. নজরুল ইসলাম, ওলি উল্লাহ, হা‌ফেজ রেজাউল করিম, বিএনপি নেতা মীর ফিরোজ, মো. আব্দুল বারী, মরহুম এজাজের শশুর মহিউদ্দিন শেখ, মো. জিয়া উদ্দিন, এস এম এ হানিফ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আ‌জিম, মো. আ‌জিজুল ইসলাম শেখ, খাইরুল ইসলাম শেখ, ওমর ফারুক, সাংবাদিক নাইমুজ্জামান শরিফ, মেম্বর পদপ্রার্থী মো. ইউসুফ শেখ, সৈয়দ লিখন আহসান, কবির শেখ, মো. তৌ‌হিদ শেখ, মুজিবর শেখ, রহিম শেখ, খাজা মহিউ‌দ্দিন লাবলু, যুবলীগ নেতা র‌হিম মিনা, সো‌হেল রানা সহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ।
পরে ওইদিন রাতেই বাগেরহাট জেলার ধোপাখালী মরহুমের গ্রামের বাড়িতে তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়। 
উল্লেখ্য, (২২ অক্টোবর) শুক্রবার সকাল ৯ টার দিকে
খুলনা মহানগরীর নতুন বাজার আভা ট্রেনিং সেন্টা‌র থে‌কে বাইসাই‌কেল যোগে ফেরার প‌থে খুলনা ভা‌র্সি‌টির বাস চাপায় রূপসা ক‌লে‌জের সা‌বেক ছাত্রনেতা এজাজ হো‌সেন নিহত হয়।