সালথায় তিন চেয়ারম‌্যান প্রার্থী‌কে শোকজ

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১১:২৮ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফ‌রিদপুর) : 

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচন উপল‌ক্ষ্যে নির্বাচনী আচরণ বি‌ধি লংঘন করার কার‌নে তিন জন প্রতিদ্বন্দী চেয়ারম‌্যান প্রার্থীকে কারন দর্শা‌নোর নো‌টিশ (শোকজ) করা হ‌য়ে‌ছে। নো‌টিশ প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীরা হ‌লেন, ৩নং গ‌ট্টি ইউ‌নিয়‌নের প্রতিদ্বন্দী চেয়ারম‌্যান প্রার্থী‌ হা‌বিবুর রহমান লাবলু্ ও অপর চেয়ারম‌্যান প্রার্থী‌ মোঃ খোর‌শেদ খান এবং ৮নং বল্লভদী ইউনিয়‌নের প্রতিদ্বন্দী চেয়ারম‌্যান প্রার্থী‌ মোঃ নুরুল ইসলাম। শোকজ প্রাপ্ত‌দের আগামী ২৪ ঘন্টার ম‌ধ্যে রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে হা‌জির হ‌য়ে যথাযথ জবাব দি‌তে বলা হ‌য়ে‌ছে।

ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন রিটা‌র্নিং অ‌ফিস সূ‌ত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বি‌ধিমালা ২০১৬ এর বি‌ধি ৫ অনুযায়ী প্রতিক বরা‌দ্দের পূ‌র্বে কোন প্রার্থী নির্বাচনী কোন প্রচার কর‌তে পার‌বেন না‌, এরপ‌রেও প্রতিদ্বন্দী চেয়ারম‌্যান প্রার্থী‌ হা‌বিবুর রহমান লাবলু সিংহপ্রতাপ ও লক্ষন‌দিয়ার বি‌ভিন্ন এলাকায় প্রচার প্রচারণা ক‌রে‌ আচরণ বি‌ধি লংঘন ক‌রে‌ছেন। আগামী ২৪ ঘন্টার ম‌ধ্যে রিটা‌র্নিং অ‌ফিসারের  কার্যাল‌য়ে হা‌জির হ‌য়ে লি‌খিতভাবে কারন ব‌্যাখ‌্যা করার জন‌্য বলা হ‌য়ে‌ছে তা না হ‌লে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।‌ এই বিষ‌য়ে গ‌ট্টি ইউ‌নিয়‌নের প্রতিদ্বন্দী প্রার্থী‌ হা‌বিবুর রহমান লাবলু ব‌লেন, বিষয়‌টি স‌ঠিক নয়, আ‌মি খুব শীগ্রই যথাযথ কর্তৃপ‌ক্ষের মাধ‌্যমে এর জবাব দিব

ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন রিটা‌র্নিং অ‌ফিস সূ‌ত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বি‌ধিমালা ২০১৬ এর বি‌ধি ৫ অনুযায়ী প্রতিক বরা‌দ্দের পূ‌র্বে কোন প্রার্থী নির্বাচনী কোন প্রচার কর‌তে পার‌বেন না‌, এররপ‌রেও প্রতিদ্বন্দী চেয়ারম‌্যান প্রার্থী‌ মোঃ খোর‌শেদ খান লা‌হোরপাড়া ও বা‌লিয়াবাজার সহ বি‌ভিন্ন এলাকায় প্রচার প্রচারণা ক‌রে‌ আচরণ বি‌ধি লংঘন ক‌রে‌ছেন। আগামী ২৪ ঘন্টার ম‌ধ্যে রিটা‌র্নিং অ‌ফিসারের কার্যাল‌য়ে হা‌জির হ‌য়ে লি‌খিতভাবে কারন ব‌্যাখ‌্যা করার জন‌্য বলা হ‌য়ে‌ছে তা না হ‌লে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।‌ এই বিষ‌য়ে গ‌ট্টি ইউ‌নিয়‌নের প্রতিদ্বন্দী প্রার্থী‌ মোঃ খোর‌শেদ খান ব‌লেন, এগু‌লো আমার বিরু‌দ্ধে অপপ্রচার করা হ‌য়ে‌ছে, আ‌মি খুব শীগ্রই যথাযথ কর্তৃপ‌ক্ষের মাধ‌্যমে এর জবাব দিব। আ‌মি আই‌নের প্রতি শ্রদ্ধাশীল।

উপ‌জেলার রিটার্নিং অ‌ফিস সূ‌ত্রে আরও জানা যায়, নির্বাচনী আচরণ বি‌ধিমালা ২০১৬এর বি‌ধি ৫ অনুযায়ী প্রতিক বরা‌দ্দের পূ‌র্বে কোন প্রার্থী নির্বাচনী কোন প্রচার কর‌তে পার‌বেন না‌, যা ম‌নোনয়নপত্র বাছাই‌য়ের সময় বার বার ব‌লে দেওয়া হ‌য়ে‌ছে। এর প‌রেও প্রতিদ্বন্দী প্রার্থী‌ মোঃ নুরুল ইসলাম সভা ক‌রে এবং প্রতিক সম্ব‌লিত পোষ্টার ছা‌পি‌য়ে স্যোশাল মি‌ডিয়ায় প্রচার ক‌রে ক‌রে আচরণ বি‌ধি লংঘন ক‌রে‌ছেন। আগামী ২৪ ঘন্টার ম‌ধ্যে রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে হা‌জির হ‌য়ে লি‌খিতভাবে কারন ব‌্যাখ‌্যা করার জন‌্য বলা হ‌য়ে‌ছে তা না হ‌লে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।‌ এই বিষ‌য়ে নুরুল ইসসলা ব‌লেন, আ‌মি কোন পোষ্টার ক‌রি নাই, ত‌বে ভুল বসত আমার কোন কর্মী সমর্থক পোষ্টার ক‌রে তা স্যোশাল মি‌ডিয়ায় প্রচার কর‌তে পারে, আ‌মি যথাযথ কর্তৃপ‌ক্ষের মাধ‌্যমে জবাব দিব, আ‌মি আই‌নের প্রতি শ্রদ্ধাশীল।