কালীগঞ্জে কিশোর কিশোরী ক্লাবে উপকরণ বিতরণ

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১১:২৩ অপরাহ্ন   |   সারাদেশ



নিয়ামত উল্লাহ (কালীগঞ্জ, ঝিনাইদহ) : 
ঝিনাইদহ কালীগঞ্জে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমেটরদের বাইসাইকেল ও ১২টি ক্লাবে সাংস্কৃতিক ক্রিড়া সামগ্রী ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব উপকার সামগ্রী বিতরণ করা হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা তাসলিমা খাতুন প্রমুখ। আলোচনা সভাশেষে শেষে তিনজন জেন্ডার প্রেেেমটরদের তিনটি বাইসাইকেল, এছাড়া ১২টি ক্লাবে হারমোনিয়াম, ডুগি, তবলা, খেলার সামগ্রী কেরাম বোর্ড, লুডু দাবাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।