উপহা‌রের সাই‌কেল নি‌য়ে বা‌ড়ি ফেরা হ‌লোনা রূপসা ক‌লে‌জের সা‌বেক ছাত্রনেতা এজাজের

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১০:১৯ অপরাহ্ন   |   সারাদেশ





এম এ আজিম (খুলনা): 
খুলনা মহানগরীর নতুন বাজার আভা ট্রেনিং সেন্টা‌র থে‌কে বাইসাই‌কেল উপহার নি‌য়ে ফেরার প‌থে খুলনা ভা‌র্সি‌টির বাস চাপায় রূপসা ক‌লে‌জের সা‌বেক ছাত্রনেতা শেখ এজাজ হো‌সেন (৫২) নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (২২ অ‌ক্টোবর) সকাল নয়টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত এজাজ রূপসা উপ‌জেলার তালিমপুর গ্রা‌মের মৃত শেখ স‌রোয়ার হো‌সেন মৌল‌ভির ছে‌লে। এ‌ রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদ‌ন্তের জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ছি‌লো ব‌লে নিহ‌তের পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে। জানা গে‌ছে এজাজ হো‌সেন এন‌জিওর মাধ্যমে একটি বাইসাই‌কেল উপহার পায়। সকাল নয়টার দি‌কে সিএসএস এর আভা ‌ট্রেনিং সেন্টার থে‌কে উপহা‌রের সাই‌কেল নি‌য়ে বা‌ড়ির উ‌দ্দে‌শ্যে রওনা হয়। সে সাই‌কেল যো‌গে আভা সেন্টা‌রের স‌ন্নিক‌টে ব‌্যাংক কোয়র্টা‌রের সাম‌নে পৌছা‌লে খুলনা ভা‌র্সি‌টির এক‌টি বাস তা‌কে পিছন থে‌কে চাপা দিয়ে দ্রুত পা‌লি‌য়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে তার মৃত্যু হয়। ঘটনার পর পর খুলনা সদর থানার পু‌লিশ লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রি‌পোর্ট শে‌ষে ময়না তদ‌ন্তের জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে।