আমিনপুরে গুচ্ছগ্রাম ও গৃহহীন পরিদর্শনে পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ

আলমগীর কবির পল্লব (পাবনা ) :
আজ ২১শে অক্টোবর পাবনা আমিনপুর থানা এলাকায় মাননীয় আই জি পি কতৃক গুচ্ছগ্রাম ও গৃহহীনদের বাসস্থান নির্মাণ কাজ পরিদর্শন করলেন পুলিশের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ।
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ বাহিনীর নিজ অর্থায়নে মাননীয় আই জি পি কতৃক এসকল বাসস্থান গৃহহীনদের মাঝে উপহার হিসাবে দেওয়া হবে । উক্ত বাসস্থান নির্মাণ কাজ পরিদর্শনে আসেন,
পুলিশ হেডকোয়ার্টার থেকে ডি আই জি জনাব ব্যারিস্টার মাহবুর রহমান (অর্থ), ডি আই জি অয়েলফিয়ার জনাব মোঃ রুহুল আমিন (অতিরিক্ত) ডি আই জি জনাব জয়দেব ভদ্র, রাজশাহী রেঞ্জ।পাবনা পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম । পুলিশ সুপার (পিবিআই), পুলিশ সুপার (সিআইডি) পাবনা। আমিনপুর সুজানগর র্সাকেল অফিসার জনাব রবিউল ইসলাম,আমিনপুর থানার অফিসার ইনচার্য জনাব মোঃ রওশন আলী,আমিনপুর থানার ওসি তদন্ত তানভীর আহম্মেদ সবুজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ ।
এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ বলেন, আমরা পুলিশ বাহিনী সবসময় জনগণের কল্যানে কাজ করে আসছি । জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই । দেশের শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পুলিশ বাহিনীই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । পুলিশের পাশাপাশি জনগণকে দেশের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান অথিতিরা ।