সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেলে জয় নিশ্চিত টিটু মাষ্টারের

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




নয়ন বাবু (সাপাহার, নওগাঁ) : সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের ভালোবাসার মধ্য থেকে জিয়াউজ্জামান টিটু মাষ্টারের কোন বিকল্প নেই। এখন থেকেই প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন তিনি!

যতদিন বেঁচে আছেন জনগণের পাশে থেকে নিজেকে উৎসর্গ করতে চান টিটু মাস্টার। জনগণকে সাথে নিয়ে, নির্বাচনী প্রচারণা, গণ-সংযোগ, উঠান-বৈঠক শুরু করেছেন তিনি- তার জীবনে আর কিছু চাওয়ার নেই শুধু জনগণের সেবা দেওয়াই তার একমাত্র অঙ্গীকার।

দীর্ঘ বেষ কয়েক বছরে তিনি সুনামের সাথে জনগনের সুখে-দুঃখে পাশে ছিলেন। খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জেলে সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একজন সাদা মনের মানুষ বলে স্থানীয়রা জানিয়েছেন।

আসন্ন নির্বাচনে জিয়াউজ্জামান টিটু মাষ্টার কে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) দিলে বিপুল ভোটে জয়ী হবেন টিটু মাষ্টার এমনটাই বলছেন ইউপির সূধীজন সহ সর্বস্থ্যরের জনগন।

তিনি নির্বাচিত হলে, অসহায় ব্যক্তিদের পাশে থেকে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি এলাকার অনেক অসহায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন-  পুরো গ্রাম জুড়ে রয়েছে তার সুনাম।

রাজনৈতিক জীবনে তিনি ছাত্রনজীান থেকে এ পর্যন্ত  বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।

তিনি কোন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেন নি এবং হয়রানি করেনি। তার ব্যাক্তিগত প্রচেষ্টায় এলাকায় রাস্তাঘাট সহ সবকিছুর উন্নয়ন করেছে।

তিনি আশাবাদী আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন। তিনি বর্তমানে ব্যাপক সমর্থন নিয়ে এলাকার বয়স্ক, পঙ্গু, বিধবা ভাতা, ভিজিডি কাড, সরকারী সকল কিছু সুযোগ সুবিদা এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ভীষন-২০৪১ বাস্তবায়িত করতে কাজ করে যাচ্ছেন টিটু মাষ্টার। 

গনপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি'র নির্দেশনায় দলী সকল কর্মকান্ড সহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

দলীয় মনোনয়নন পেয়ে গ্রাম হবে শহর এই লক্ষে কাজ করবেন টিটু মাষ্টার । এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।