বেড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে “আসিফ শামস রঞ্জন”

আলমগীর কবির পল্লব (পাবনা ) :
আসছে আগামী ২৮ অক্টোবর ২০২১ ইং তাং অনুষ্ঠিত হবে বেড়া পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগে মুখরিত হয়ে উঠেছিল পুরো পৌর এলাকা । কে হবেন নৌকার মাঝি, এ নিয়ে ছিল ভোটারদের মাঝে ব্যাপক জল্পনা কল্পনা । অবশেষে নৌকার মাঝি হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শামসুল হক টুকুর সুযোগ্য পুত্র আসিফ শামস্ রঞ্জন। শামস্ রঞ্জন একজন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের এর দায়িত্বশীল সদস্য।
এদিকে আসিফ শামস্ রঞ্জন নৌকার মাঝি হওয়ায় বেড়ায় আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা।
তিনি বিজয়ী হলে বেড়া পৌরসভার উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জেলা ও বেড়া পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
আসিফ শামস্ রঞ্জনকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেড়া পৌরসভার নৌকার মাঝি করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বেড়া পৌর এলাকার সাধারণ জনগন । এসময় তারা বলেন, বেড়া পৌরসভাকে একটি আধুনিক স্বচ্ছ পৌরসভা গড়তে আসিফ শামস্ রঞ্জনের কোন বিকল্প নেই ।