কোনো ধার্মিক সাম্প্রদায়িক হতে পারে না : নির্মল রঞ্জন গুহ

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ




নাজনীন সিকদার ( দোহার-নবাবগঞ্জ )

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, কোনো ধার্মিক সাম্প্রদায়িক হতে পারে না। কুমিল্লার ঘটনা কোনো হিন্দু বা কোনো মুসলিম ঘটনায়নি। ঘটিয়েছে একটা পিশাচ। কোনো মানুষের দ্বারা এ কাজ সম্ভব নয়। 

বুধবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা তিন মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী লক্ষীদেবীর পূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ মালো (মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, আমি হিন্দু, ধর্মপালনে মুর্তিপূজা করি। আমার মুসলিম বন্ধুরা ঈদ এলে দাওয়াত করে খাওয়ায়। আমিও পূজা এলে বন্ধুদের দাওয়াত করে আপ্যায়ন করি। বড়দিন এলে খ্রীস্টান বন্ধুদের কেক, মিষ্টি পাঠাই। কেউ কাউকে ধর্ম পালনে বাঁধা দেই না। আমি মনে করি, কোনো ধার্মিক সাম্প্রদায়িক হতে পারে না।

ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহন্ত কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নির্মল ঘোষ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমার হালদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যরঞ্জন হালদার প্রমুখ।

পরে উপজেলার নতুুন বান্দুরার পূর্বপাড়ায় নবনির্মিত কালি মন্দিরসহ নাটমন্দির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।