রানীশংকৈলে বৈদ্যুতিক শকে অটোচালকের মৃত্যু

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন   |   সারাদেশ


সফিকুল ইসলাম  শিল্পী (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান-ডামকাটলি গ্রামে মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে বৈদ্যুতিক শক লেগে সাদ্দাম (৩০) নামে এক অটোচালক মৃত্যু হয়েছে। সাদ্দাম ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদ্দাম তার বাড়িতে নিজের অটোরিক্সাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। রাতে বৃষ্টিপাতের কারনে অটোরিক্সাটি বিদ্যুতায়িত (বডি) হয়ে যায়। ঘটনার দিন সকালে সে অটো গাড়িটির চার্জার খুলতে গেলে বিদ্যুৎ শক লেগে  ঘটনাস্থলেই মারা যায়। অটোচালক সাদ্দাম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ বিকালে মরহুম সাদ্দামের লাশ চাল্লিশপীর কবর স্থানে দাফন করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।