লালমাই থানা পুলিশের আন্তরিকতায় নিরাপদে বাড়ি ফিরলেন ৯০ উর্ধ্ব বৃদ্ধ

ইউনিভার্সেল কামাল:
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ২ টায় নোয়াখালীমুখি ঢাকা-চাটখিল বাস থেকে সাদা পাঞ্জাবী পরা একজন বৃদ্ধ (অনুমান ৯০ বছর) বাগমারা বাজারে (পুরাতন ইউপি ভবন সংলগ্ন) নেমে বৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন। অনুমান ১০ মিনিট বৃষ্টিতে ভিজছেন দেখে বাজারের ব্যবসায়ী রুবেলসহ কয়েকজন বৃদ্ধকে ডেকে নিয়ে একটি দোকানে বসান। গামছা দিয়ে বৃদ্ধের মাথা মুছে দেন। এরপর তাকে পরিচয় জিজ্ঞাসা করেন।
কিন্তু তিনি সঠিকভাবে পরিচয় বলতে পারছিলেন না। তাছাড়া বৃদ্ধের সাথে ৩টি টাকার বান্ডেল রয়েছে। তাই ব্যবসায়ীরা লালমাই প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদককে খবর দেন। সাংবাদিক নেতা কামাল হোসেন এসে বৃদ্ধের সাথে কথা বলেন। তিনি বিষয়টি লালমাই থানা'র অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব কে জানান।
ওসি'র নির্দেশে লালমাই থানার এএসআই সালেক সঙ্গীয় ফোর্স নিয়ে বৃদ্ধ কে উদ্ধার করেন এবং বৃদ্ধের সাথে থাকা ৩ টি টাকার বান্ডেল সাংবাদিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে গণনা করে (মোট ২ লক্ষ ৬৩ হাজার ৯৬ টাকা) পুলিশ হেফাজতে নেন।
পরবর্তীতে লালমাই থানা পুলিশ নোয়াখালী জেলার বিভিন্ন থানায় বৃদ্ধের ছবিসহ বিস্তারিত তথ্য পাঠান। সেই তথ্যের ভিত্তিতে চাটখিল থানার ওসির সহায়তায় বৃদ্ধের পরিবার সংবাদ পায়। ১৯ অক্টোবর রাতে বৃদ্ধের দুই ছেলে লালমাই থানায় এসে পিতাকে সনাক্ত করেন। বৃদ্ধের নাম আবদুল ওয়াহেদ মিয়া। তার বাড়ী চাটখিল উপজেলার রেজাকপুর গ্রামে। ঢাকায় তাদের মার্কেট রয়েছে। বৃদ্ধ ঢাকা থেকে দোকান ভাড়া উঠিয়ে মোট ২ লক্ষ ৬৩ হাজার ৯৬ টাকা নিয়ে চাটখিল রওনা করেন। বাসে হঠাৎ অসুস্থ হয়ে তিনি বাগমারা নেমে পড়েন।
১৯ অক্টোবর রাত অনুমান ১১.৩০ টায় 'লালমাই থানা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক'র তত্বাবধানে ওসি'র নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত মাহমুদ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধ ও তার সাথে থাকা ২ লক্ষ ৬৩ হাজার ৯৬ টাকা বৃদ্ধের ছেলেদের কাছে হস্তান্তর করেন।
নগদ টাকাসহ নিজেদের বাবাকে সুস্থ ও নিরাপদে ফেরত পাওয়ায় বৃদ্ধের ছেলেরা লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের, লালমাই প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বাগমারা বাজারের ব্যবসায়ী রুবেলসহ অন্যান্য ব্যবসায়ীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।