বাগেরহাটে দুই দিনব্যাপী শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ন   |   সারাদেশ


নকীব মিজান (বাগেরহাট ব্যুরো) : 
শেখ রাসেল দিবসে বাগেরহাটে দুই দিনব্যাপী শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৯) শুরু হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট অফিসার্স ক্লাব মিলনায়তনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, রাসেল স্মৃতি সংসদের সভাপতি শেখ আজমল হোসেনসহ অংশ গ্রহন কারি ক্লাবের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপি শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলা থেকে  ১২টি দ্বৈত ও ৮টি একক দল অংশ নিচ্ছে।