শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর বৃক্ষরোপণ

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : শেখ “রাসেল জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ” এই স্লোগান কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৭তম জন্মবার্ষিকী ও রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সারাদেশে জাতীয় ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ ৫৮ টি ফলজ ও ঔষধী বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দিন টি পালন করে। ভদ্রঘাট এলাকায় বৃক্ষরোপণ শেষে শেখ রাসেলের জন্য দোয়া করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন – ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর প্রতিষ্ঠাতা আশিক আহমেদ, স্বেচ্ছাসেবক- মেহেদি জামান সুহাস, আব্দুর রহমান আব্দুল্লাহ, সজীব সহ আরো অনেকেই। ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ উৎসব -২০২১ খ্রিঃ এর সমাপ্তি ঘটলো কার্যক্রমের মধ্য দিয়ে। মাসব্যাপী উৎসবে প্রায় ৫ হাজার ফলজ, বনজ, ঔষধী, ভেষজ গাছ বিতরণ এবং রোপন হয়েছে।