সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ২ টি রিভালবার এবং গুলিসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ



 শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনা মোতাবেক র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ট্রাক ষ্ট্যান্ডের সম্মুখে চার রাস্তার মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গাড়িসহ ডাকাতি চক্রের মূলহোতাসহ ৫ জন এবং তাদের দেয়া তথ্য মতে বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী মধ্যপাড়ার সুফিয়ান সাদিক ভিলার সমনে হতে ০১ জনসহ মোট ০৬ জন আসামী কে গ্রেফতার করেছে।এ সময় আসামীদের নিকট হতে ১। ০২(দুই)টি রিভালবার ২। ০২(দুই) রাউন্ড রিভালবারের গুলি, ৩। ০৭(সাত)টি মোবাইল ফোন, ৪। নগদ ১৮,৫০০/-(আঠার হাজার পাঁচশত) টাকা ৫। ০১(এক)টি হাইচ গাড়ী, এছারাও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ শফিকুল আলম তুহিন(৪৪), পিতা-মৃত মোকছেদ আলী, সাং-শেলজানা, থানা-চৌহালী,জেলা- সিরাজগঞ্জ, ২। মোঃ বেল্লাল হোসেন(৫৮), পিতা-মৃত আবুল হোসেন প্রামানিক, সাং-ফুলবাড়ী মধ্যেপাড়া,থানা ও জেলা-বগুড়া, ৩। মোঃ সোহাগ(২৯), পিতা-মোঃ মৃত সেলিম প্রামানিক, মাতা-মোছা-সখিনা, সাং-ফুলবাড়ী মধ্যেপাড়া, থানা ও জেলা-বগুড়া, ৪। মোঃ নান্নু মন্ডল(৩২), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-দক্ষিণ আটকোবিয়া, পোঃ বালহাট, থানা-সোনাতলা, জেলা-বগুড়া, ৫। মোঃ ইসমাইল সরকার(৫৯), পিতা-মৃত ইছা সরকার, সাং-বেলাশী সরকার বাড়ী, পোঃ আমরাই, থানা-কাপাশিয়া, জেলা-গাজীপুর, ৬। মোঃ বুধা ফকির(৩৫), পিতা-মৃত লভ ফকির, সাং-ফুলবাড়ী মধ্যপাড়া, থানাও জেলা-বগুড়া