মিতালিকে সংবর্ধনা দিলেন ইউএনও কমলেশ মজুমদার

আলী আজীম (মোংলা,বাগেরহাট) :
মোংলার মিঠাখালি ইউনিয়নের চৌরিডাঙ্গা গ্রামের মেয়ে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্প'র শিশু প্রতিনিধি মিতালি বাওয়ালীকে অভিনন্দন। মিতালি বাওয়ালী ঢাকার হোটেল শেরাটনে শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) কর্তৃক আয়োজিত "পোস্টার কনটেন্ট" চিত্রাংকণ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে ৩য় হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইউএনও এর অফিস রুমে মিতালি বাওয়ালির হাতে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ,মোংলা কলেজ'র প্রভাষক মাহবুবুর রহমান ও কোডেক বাংলাদেশ এর মোংলা শাখার প্রতিনিধিবৃন্দ।