জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পলিনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



শামসুল কাদির মিছবাহ (সুনামগন্জ): 
সুনামগন্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন পালন হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন এর উদ্যোগে‌ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল, দোআ  ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  ১৮ অক্টোবর সোমবার বাদ আসর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোআ শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান, প্রভাষক ওহী আলম রেজা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অমল কান্তি চৌধুরী, জেলা যুবলীগ নেতা ঝন্টু তালুকদার, যুবলীগ নেতা এড পঙ্কজ তালুকদার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, সাংগঠনিক সম্পাদক এড সবদর আলী, আইন বিষয়ক সম্পাদক এড মাহবুবুল হাসান শাহীন, দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর আওয়ামী লীগ নেতা এটি এম শাহীন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক মো. শাহীন মিয়া, সুনামগন্জ সদর শ্রমিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, কৃষক লীগ নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নীহার রন্জন তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা শম্ভু রায়, সাবেক প্রচার সম্পাদক তানজিল রহমান, ছাত্রলীগ নেতা শুভ বণিক,অনুকুল, দীপ্ত দাস তন্ময়, আকাশ সিকদার, সৌরভ আহমেদ, আরিফ খান, মুন্না, মৎস সমবায় ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি শহিবুর রহমান প্রমুখ।