জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সাপ্তাহ উপলক্ষে এ্যাডভােকেসি সভা

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১১:১২ অপরাহ্ন   |   সারাদেশ


খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) : ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর ২০২১ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে
জেলা পর্যায়ের এ্যাডভােকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ অক্টোবর সোমবার দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।। এ্যাডভােকেসি সভায় সিভিল সার্জন ড. মোহাম্মদ ইব্রাহিম টিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোঃ ইকবাল হাসান, ডাক্তার এসএম হান্নান প্রমুখ।। এ সময় বিভিন্ন স্কুল, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।