রাজবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৬:০৮ অপরাহ্ন   |   সারাদেশ


খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী ) : "শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে"শেখ রাসেল দিবস ২০২১" পালিন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক আজ সকাল ০৭:০০টায় অফিসার্স ক্লাব সংলগ্ন শহীদ কাজী আজিজুল হক মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 এ সময় শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 জেলা প্রশাসন ছাড়াও জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সংশ্লিষ্ট অন্যান্যরা যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

"শেখ রাসেল দিবস ২০২১" উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক রাজবাড়ী কর্তৃক দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।