কেশবপুরের সাগরদাঁড়িতে নৌকা বাইচ অনুষ্ঠিত প্রথম স্থান ধানদিয়া,দ্বিতীয় সাগরদাঁড়ি

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ



মোঃ এনামুল হাসান নাইম (কেশবপুর) :  দুর্গাপূজা উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে ২য় বারের মত মঙ্গলবার বিকেলে ৬ দলীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজন করে এই নৌকা বাইচ প্রতিযোগিতার। মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ধানদিয়া দল, দ্বিতীয় উপজেলার সাগরদাঁড়ি এবং তৃতীয় স্থান অধিকার করে গোপসেনা দল