মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন   |   সারাদেশ




আলী আজীম (মোংলা,বাগেরহাট):


শেখ রাসেল'র ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে মোংলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ল১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় সেমিনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানের শুরুতেই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব হাসান।

অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।