রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের মাক্স হস্তান্তর

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্দেশে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে, কোভিড ১৯ সংক্রমণ রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে – সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ , পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম ও সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় এর নিকট এক হাজার করে মোট তিন হাজার মাক্স হস্তান্তর করা হয়।
রোববার (১৭ অক্টোবর -২০২১) সকালের দিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান উক্ত ১ হাজার করে মাস্ক জেলা প্রশাসনের তিনটি দপ্তরে হস্তান্তর করেছেন।
এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের – সহকারি পরিচালক মোঃ রবিউল আলম, ইউনিট কর্মকর্তা তাজুল ইসলাম তাজ সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সিরাজগঞ্জ যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ শাপলা খাতুন ও তার টিমেরঅনেকই উপস্থিত ছিলেন