সিরাজগঞ্জে মুজিব শতবর্ষ প্রিমিয়ার দাবালীগ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব শতবর্ষ প্রিমিয়ার রেটেড দাবালীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
”বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি ” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রিমিয়ার রেটেড দাবালীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে মুজিব শতবর্ষ প্রিমিয়ার রেটেড দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও আহবায়ক দাবা উপ-কমিটি বীর মুক্তিযোদ্ধা গাজী আলতাফ হোসেন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি লুৎফর রহমান দিলু, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা মাধ্যমে শরীর ও মন মানুষিকতা ভালো থাকে। এগুলোর টুর্নামেন্ট থেকে বাংলাদেশের জাতীয় মানের খেলোয়ার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এ খেলার মাধ্যমে আমাদের ছোট সোনামণিদের মেধা, চিন্তা-চেতনা ও বুদ্ধি বিকশিত হয়।
মুজিব শতবর্ষ প্রিমিয়ার রেটেড দাবা লীগ-২০২১ প্রতিযোগিতায় ৪০টি দল অংশ গ্রহণ করেন। সমাপনী খেলার চ্যাম্পিয়ন হয়েছে রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন ও রানার্স আপ অগ্রদূত সংঘ। এ সময় চ্যাম্পিয়ন, রানার চাপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের প্রাইজমানি, মেডেল ট্রফি ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।