চট্টগ্রাম বায়েজিদে গ্যাস বিস্ফোরণে ১ জন নিহত

জাহেদ কায়সার (চট্টগ্রাম) :
চট্টগ্রাম বায়েজিদ এলাকায় একটি বাসার নিচতলায় গ্যাস বিস্ফোরণে মোঃ ফারুক(২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফোরকান উল্যাহ(৬০) ও কালাম (৩০) নামে দুইজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালু চড়া এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভবনটির নিচতলায় ব্যাচেলর বাসা ছিল বলে জানা গেছে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।