ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১০:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফরিদপুর) : 

ফরিদপুরে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক উন্নয়ন  বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায় , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন  সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।