সালথায় বি‌ভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন কর‌লেন শাহাদাব আকবর লাবু চৌধুরী

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফরিদপুর ) :

সনাতন ধর্মাবলম্বী‌দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপল‌ক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন ক‌রেন বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরী (এম‌পি) এর রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
 
বৃহস্প‌তিবার (১৫ অক্টোবর) দুপুর থে‌কে রাত পর্যন্ত তি‌নি বি‌ভিন্ন পূজা মন্ড‌পে যান ও মন্ড‌পের আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষ‌য়ে খোঁজ খবর নেন এবং সংসদ উপ‌নেতার পক্ষ থে‌কে আ‌র্থিক অনুদান প্রদান ক‌রেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে অন‌্যান‌্যদের মা‌ঝে আরও উপ‌স্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অ‌ফিসার মোসাঃ তাছলিমা আক্তার, সংসদ উপনেতারও সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইতা‌লি আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা প্রমূখ।