মা ইলিশ সংরক্ষণ অভিযান, সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নে ভিজিএফ বিতরণ

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন   |   সারাদেশ




শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :  
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে অদ্য সকালে সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়নের ১৭৩ জন মৎস্যজীবীর মধ্যে ভিজিএফ চাউল বিতরণের উদ্বোধন করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সাহেদ আলী । 

এসময় উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আব্দুল আলীম ভূঁইয়া  সহ সিরাজগঞ্জ সদর মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ ।
পরবর্তীতে জেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ স্যার হার্ডপয়েন্ট সংলগ্ন প্রস্তাবিত মৎস্য অভয়াশ্রম ঘোষণা সংক্রান্ত স্থান সরেজমিন পরিদর্শনপূর্বক পরামর্শ প্রদান করেন।
 
উল্লেখ্য যে,  উক্ত অভয়াশ্রম ঘোষণা সংক্রান্ত বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব কবির বিন আনোয়ার  নির্দেশনা প্রদান করেছেন।