সম্প্রীতির সোহার্দ্যের বন্ধনে উৎসব পালন করতে হবে-উপজেলা চেয়ারম্যান ভালুকা

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০২:২০ পূর্বাহ্ন   |   সারাদেশ


আদ্রিয়া রুম্পা (ভালুকা,ময়মনসিংহ)  : 
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,তরুন সমাজ সেবক শিক্ষানুরাগী তরুনদের জনপ্রিয় জনপ্রতিনিধি আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন, জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সম্প্রীতির বন্ধন শক্ত করতে হবে। তবেই সোহার্দ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলা সম্ভব হবে। যে সম্প্রীতির পথ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন সেই পথ অনুসরণ করেই ধর্ম নিরপক্ষ একটি সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, তবেই সম্প্রীতির সৌহার্দ্যতার সুন্দর একটি বাংলাদেশ গড়া সম্ভব হয়ে উঠবে। আর এই কাজটি করার লক্ষ্যে ধর্ম ব্যবসায়ী মৌলবাদের অপশক্তিকে প্রত্যাখান করতে হবে,তারা ধর্মের নামে ভূল ব্যাখ্যা দিয়ে আমাদের চির সৌহার্দের সম্প্রীতির বন্ধন ভেঙ্গে দিয়ে অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। 
বৃহস্পতি ও বুধবার ভালুকা উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শনে গিয়ে বক্তব্যে রাখার সময় তিনি হিন্দু ধর্মালম্বীদের প্রতি এই আহ্বান জানান। 
তিনি ভালুকা পৌরসভা সহ ৯টি ইউনিয়নে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন । ওই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ।
সেই সাথে এলাকার সমস্যার কথা গুলো শুনেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করার আশ্বাস দেন।  তিনি এই বিষয়ে এলাকাবাসীকে জানান, মহামারী করোনা আমাদের উন্নয়নের বড় বাঁধা’র সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এর জন্য গ্রামীণ উন্নয়ন ¯থবীর হয়ে আছে। তবে তিনি আশা করেন  দ্রুত সময়ের মধ্যেই এই বিপর্যয় কাটিয়ে উন্নয়ন কাজ গুলো সম্পন্ন করা হবে।  
শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি,এস. এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির ভালুকা প্রতিনিধি মো : কামরুল ইসলাম, ভালুকা উপজেলা প্রেসক্লাব সদস্য ও দি এশিয়ান এজ এর ভালুকা প্রতিনিধি হুমায়ুন আহম্মেদ সৃজন, দৈনিক অগ্রসর পত্রিকার ভালুকা প্রতিনিধি মো: বরকত উল্লাহ ,উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারী মো : খাইরুল ইসলাম ও আল আমীন প্রমুখ। 
পূজা মন্ডব পরিদর্শন কালে ভালুকা উপজেলা পরিষদের জনপ্রিয় ওই জন প্রতিনিধি  বিভিন্ন মন্ডবে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করেন ।