সিরাজগঞ্জে স্টেহোল্ডারদের সমন্বয়ে এডভোকিস ওয়ার্কশপ অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগাম (এনডিপি)’র বাস্তবায়নে ও দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায়- সিরাজগঞ্জে স্টেহোল্ডাদের সমন্বয়ে এডভোকিস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) বেলা ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে
এনডিপি'র আয়োজনে- স্টেহোল্ডোদের সমন্বয়ে এডভোকিস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোস্তাম আলী সভাপতিত্বে এবং এনডিপি
R2iG প্রকল্পের সমন্বয়কারী নুরুন নাহার চৌধুরী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ , প্রকৌশলী মোঃ বাবলু মিয়া,সদর সমাজসেবা অফিসার সোহেল রানা, জেলা সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তা,প্রেসক্লাবে সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ আবু হাছিব মল্লিক, সদর থানার এস আই মোঃ সাইদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার
সাবা সাদরিয়া, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান
এ্যাডঃ শামীম ইয়াসমিন রিমা,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,মেডিকেল অফিসার স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ মারুফ হোসেন, মোঃ কামরুজ্জামান, জারুল ইসলাম খান, কাজী মাসুজামান প্রমূখ।
অনু্ষ্ঠানে আলোচকগণ তথ্য আইন বাস্তবায়ন করার লক্ষ্যে – তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন, তথ্য অধিকার, তথ্যসংরক্ষণ, প্রকাশ প্রাপ্তি, তথ্য প্রদান পদ্ধতি, তথ্য কমিশন ক্ষমতা ও কার্যাবলী, তথ্য কমিশন গঠন, বাছাই কমিটি সহ তথ্য অধিকারের অন্যান্য নিয়ম ও আইন কানুন সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।