সুনামগন্জে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

শামসুল কাদির মিছবাহ (সুনামগন্জ) :
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে। নিহতরা সুনামগন্জের ছাতক উপজেলার কৈতক গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর বুধবার রাত ১০ টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী দুই মোটর সাইকেল যোগে ৬ জন আরোহী সুনামগন্জের শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস দুই মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ আরোহীর মৃত্যু হয়। অপর মোটর সাইকেলের ৩ আরোহীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায় নি।