জেলা প্রশাসকের সাথে ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১০:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ



শামসুল কাদির মিছবাহ (সুনামগন্জ):
ভোক্তা অধিকার (সিআরবি) সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা  প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য  সাক্ষাত করেছেন। সংগঠনের তথ্য  ও শাখার ভোক্তা  অধিকার বিষয়ক সাংগঠনিক জন-সচেতনতা অবহিত  করণের লক্ষ্যে ১৩ অক্টোবর বুধবার বেলা ১১টায় সুনামগন্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ এম.আর.শামীম তালুকদার,  সিনিয়র সহ-সভাপতি  মো. মকবুল হোসেন, সহ-সভাপতি  মো. আব্দুস শহিদ, সাধারণ  সম্পাদক মো. নুরে আলম,সহসাধারণ সম্পাদক  মো. আতাহার হোসেন চৌধুরী, যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্মাদক  মো. আব্দুল আলী, যুগ্ম অর্থ  সম্পাদক  মো. মঈনুল ইসলাম, সচেতনতা ও প্রকাশনা সম্পাদক   তাহমিদ  হাসান, ইভটিজিং ও সাইভার ক্রাইম মনিটরিং  বিষয়ক সম্পাদক খাদিজা  বেগম, কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার ও সদস্য  নোবেল  আহমদসহ অন্যান্য সদস্য বৃন্দ।