ভালুকায় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০২:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ



আদ্রিয়া রুম্পা (ভালুকা, ময়মনসিংহ) : 
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায়  শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধায় এই উপলক্ষে ভালুকা বাসষ্ট্যান্ড এলাকার আ লিক শ্রমিকলীগ কার্যালয় থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভালুকা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভার আয়োজন করে। 
আলোচনা সভায় ভালুকা আ লিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সভা পরিচালনা করেন আ লিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।  আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সংগঠনের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কর্মীরা অংশ নেন।  
৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন শ্রমবান্ধব রাজনীতির মাধ্যমে শ্রমিকলীগ তার রাজনীতিক ইতিহাস ঐতিহ্য রক্ষা করে চলেছে, এই ধারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।