সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে প্রতারক চক্রের ০৪ জন গ্রেফতার; ট্রাক জব্দ

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০১:১৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ):
  ১১/১০/২০২১ তারিখ রাতের শেষের প্রহর রাত ০৪.৩০ মিনিটে  র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনা মোতাবেক র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বেলকুচি,সলঙ্গা এবং কামারখন্দ থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতাসহ ০৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট হতে ০১ টি ট্রাক, ০৪ টি মোবাইল ফোন এবং ৩,২২০/-(তিন হাজার দুইশত বিশ) টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ আব্দুল আলীম(৪৩)(ট্রাক মালিক), পিতা-মৃত আব্দুর রহিদ, সাং- রাজাপুর, থানা-বেলকুচি,২। মোঃ জাবেদ আলী(২৩)(ট্রাক ড্রাইভার), পিতা- মোঃ আলতাব আলী, সাং-রাণীনগর, থানা-সলঙ্গা, ৩। মোঃ রাসেল রানা(২৫)(হেলপার), পিতা- মৃত বেলাল মন্ডল, সাং-আমবাড়ীয়া, থানা-বেলকুচি, ৪। মোঃ শামীম হোসেন (৩৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন(ইকুম), সাং-বাজার ভদ্রঘাট, থানা-কামারখন্দ, সর্ব জেলা- সিরাজগঞ্জ।প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত পরিবহন ব্যবহার করে বিভিন্ন ভাবে প্রতারনা করে মালামাল আত্নসাত করে আসছিল বলে জানায়।