কালীগঞ্জে দেশি কলা চাষের প্রতি কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে

নিয়ামত উল্লাহ (কালীগঞ্জ, ঝিনাইদহ):
দেশি কলার চাষ করে অভাবনীয় সাফল্য পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে দেশিয় প্রজাতির কলা চাষের প্রতি কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। উপজেলার কলা চাষিরা দেশিয় জাতের কলা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে।
কালীগঞ্জ উপজেলার মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য উপযোগী হওয়ায় কলা চাষ করে সাফল্য পাচ্ছে কলা চাষিরা । ৯/১০ বছর আগে উপজেলার কৃষকরা শুধু মাত্র সবরি , সাগর , চাপা সবরি , কাবলি , মালটা সহ বিভিন্ন প্রজাতির কলা চাষ করতো । বর্তমানে কলা চাষিরা কাঁচকলা , বিচি কলা ( দয়াকলা ), ঠোটেকলা , সহ বিভিন্ন দেশিয় প্রজাতির কলা চাষের দিকে ঝঁকে পড়েছে । কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের মোক্তার হোসেন , আলা উদ্দীন ও উপজেলার আজমত নগর গ্রামের মোহাম্মদ আলী জানান , দেশিয় জাতের কলা চাষ করে ভাল লাভবান হওয়া যাচ্ছে। ৭/৮ বছর ধরে উপজেলার শ্রীরামপুর, চাঁচড়া,কালুখালী,মধুপুর, ঈশ^রবা, বালিয়াডাঙ্গা, সিমলা গ্রামের কৃষকরা ব্যাপক হারে সবরি, সাগর, চাপা সবরি, কাবলি, মাল্টা কলার সাথে দেশিয় জাতের কাঁচ কলা, দয়া কলা ( বীচিকলা ) ও ঠোটে কলার চাষ করছে। এ সব দেশি কলার চাষ করে কৃষকরা বেশি লাভবান হচ্ছে। ফলে চাষিরা দেশি জাতের কলা চাষের দিকে বেশি ঝুঁকে পড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক যোগো ব্যাপারিরা নিয়ে যাচ্ছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম জানান , কালীগঞ্জ উপজেলার মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশি উপযোগী । এ কারনে কলা চাষিরা কলার চাষ করে অধিক লাভবান হচ্ছে । কলা চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করা হচ্ছে ।