সিরাজগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : ০৯ অক্টোবর সকাল ০৮.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সালামী গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), সিরাজগঞ্জ। সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে সামাজিক দূরত্ব বজায় রেখে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কল্যাণ সভায় বিভিন্ন অফিসার ও ফোর্সদের ভাল পারফরমেন্সের জন্য পুরস্কৃত করেন এবং ফোর্সদের কল্যাণ নিশ্চিত এর বিষয়ে আশ্বস্ত করেন।
দুপুর ২.০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও নিস্পত্তি করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।