সালথায় মিট দ্যা ইউএনও অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ




জাকির হোসেন (ফরিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৮ম পর্ব) এর প্রশিক্ষনার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের মতবিনিময় "মিট দ্যা ইউএনও" অনুষ্ঠিত হয়েছে। 

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৮ম পর্ব) এর প্রশিক্ষনার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় প্রশিক্ষনার্থীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকার। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষনার্থীদের উত্তরোত্তর সাফল‌্য কামনা ক‌রে চাকুরী জীব‌নের বি‌ভিন্ন অ‌ভিজ্ঞতার কথা তু‌লে ধ‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার। প‌রিশ্রমের কোন বিকল্প নেই উল্লেখ করে ইউএনও হাসিব সরকার প্রশিক্ষনার্থীদের সঠিকভাবে কাজ করে দেশ গঠনের ভূমিকা রাখার আহব্বান জানান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপার ভাইজার সপ্না বৈদ্য, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মাহবুব হো‌সেন প্রমূখ।