ফরিদপুরে নৌকার বিপক্ষে কাজ করায় এবারের নির্বাচনে আবুল কালামকে মনোনয়ন না দেওয়ার জোড় সুপারিশ

নাজিম বকাউল (ফরিদপুর) :
গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষ নির্বাচনী কাজ করেন নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আবুল কালাম । তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকার বিপক্ষে কাজ করেন। দলীয় সিদ্ধান্ত না মেনে সেসময় সে আনারস মার্কার প্রার্থী বাবুল কাজীর পক্ষে নির্বাচন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, সে একজন দূর্নীতিবাজ চেয়ারম্যান, তার বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে দূর্নীতির অনেক অভিযোগ রয়েছে বলে আসন্ন নির্বাচনে প্রার্থী না করার জন্য স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডকে গত ০৫ অক্টোবর লিখিত ভাবে সুপারিশ করেছেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার।
এবিষয়ে ডাঙ্গি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডকে সুপারিশ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং আমি ৩৫ বছর ধরে আওয়ামীলীগ করি।
উল্লেখ্য, আগামী ১১ই নভেম্বর সালথা ও নগর কান্দা উপজেলার ১৭ টি ইউ পি নির্বাচন অনুষ্ঠিত হবে।