সালথায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৯:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ





জাকির হোসেন (ফ‌রিদপুর) : সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্য সামনে রেখে ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 বুধবার (৬ অ‌ক্টোবর) বেলা ১১ টায় উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে উপজেলা  প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আ‌লোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ টিপু সুলতান, যদুনন্দী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী সালথা প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি চৌধুরী মুাহমুদ আশরাফ টুটু প্রমূখ। এছাড়াও সাংবাদিক ও ইউপি সচিব সহ স্থানীয় গণ‌্য মান‌্য ব‌্যক্তি উপ‌স্থিত ছি‌লেন।

এসময়, আলোচনা সভায় জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব নি‌য়ে আলোচনা করা হয়।