রূপসায় অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের পরিচিতি ও আলোচনা সভা

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৪:০২ পূর্বাহ্ন   |   সারাদেশ





এম এ আজিম, (খুলনা): 
খুলনা জেলা অটোরিকশা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির এক পরিচিতি ও আলোচনা সভা মঙ্গলবার বিকেল ৫ টায় রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মফিজুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন, কমিটির সহ-সভাপতি আশিষ কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান হাতেম, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, সদস্য মো. ওহিদুল ইসলাম, মাহেন্দ্র মালিক সমিতির আহবায়ক মো. নাজির শেখ, সদস্য সচিব মো. মামুন শেখ, ইয়াসিন শেখ শানু, হোসেন আলী শেখ (বুলু), ইসহাক শেখ ও হাসিব প্রমুখ। পরিচিতি সভায় বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বক্তারা।