ভালুকায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শেফালীর উঠান বৈঠক

আদ্রিয়া রুম্পা (ভালুকা, ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় শিল্পা লের হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর সুযোগ্য তনয়া ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নৌকা প্রত্যাশী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক উঠান বৈঠক ও গণসংযোগ শুরু করেছেন।
রোববার (৩ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ৯নং ওয়ার্ডের নলুয়া পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ওয়ার্ড আওয়ামিলীগ নেতা কামাল উদ্দিনের বাড়িতে এক উঠান বৈঠক গণসংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে আব্দুল হাই এর সভাপতিত্বে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাধারন মানুষের প্রিয় ভাজন রহিমা আফরোজ শেফালী তার বক্তব্যে বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে গভীর আন্তরিকতার সাথে আগ্রহ প্রকাশ করছি। যেহেতু আমার বাবা ও মা আপনাদের অধিকার ফিরিয়ে দিতে যুদ্ধ করেছে, এই দেশ স্বাধীন করেছে, তাদের সন্তান হিসেবে আমিও দীর্ঘ সময় ধরে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আর তাই আপনারা আমাকে অনেক ভালবাসেন এই কারনেই দল আমাকে আপনাদের ভালবাসার মূল্যায়নের কারনেই নৌকা মনোনয়ন প্রদান করবেন বলে আমি বিশ্বাস করি। তাই আজ আমি আপনাদের একজন প্রিয় মানুষের সন্তান হিসেবে এসেছি আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও সহযোগিতা চাইতে ।
শেফালী তার বক্তব্যে আরও বলেন আমার ভাই সাংসদ এবং আমার স্বামীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আজ সেই ধারাবাহিকতায় হবিরবাড়ীর আমল পরিবর্তন এসেছে, প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন সাধন করা হচ্ছে। আমাকে যদি আপনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে ধারাবাহিক উন্নয়নের সুফল ভোগ করতে পারবে হবিরবাড়ী বাসি।
তাই আগামী দিন গুলোতে আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সেবা দিতে চাই, আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। যেমনি করে আমার বড় ভাই সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ও আমার স্বামী ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ভালুকাবাসীর উন্নয়নে নিজেদের বিলিয়ে দিয়েছেন তেমনিভাবে আমিও আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর পথ পরিদর্শক হতে চাই। আসুন সবাই মিলে শিল্প সমৃদ্ধ এই হবিরবাড়ি ইউনিয়ন পরিষদকে নান্দনিক রুপে প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করি। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামিলীগ নেতা মজিবুর রহমান ও শফিকুল ইসলামসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই গনসংযোগ ও উঠান বৈঠকে হাজারের অধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।