সিরাজগঞ্জে মুজিব বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : মুজিব শতবর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ডিজে গার্ডেন সংলগ্ন আদালত চত্বরে বিভিন্ন রকমের ফল ফলাদি ১৫০ টি গাছ যেমন বিভিন্ন জাতের আম, লটকন ভিয়েতনামি নারিকেল, মালটা সহ আরো অনেক গাছ লাগানো হয়েছে। ইতিপূর্বে জেলা জজ আদালত সিরাজগঞ্জ এর উদ্যোগে শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন রকমের ফল ফলাদি মোট ৮০ টি গাছ রোপন করা হয়েছে।
সোমবার (২৭সেপ্টেম্বর) মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় জেলা জজ আদালত চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ ফজলে খোদা মো: নাজির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিচারক জেলা ও (দায়রা জজ) মো.নাসিরুল হক,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মামুন, বিচারক( জেলা ও দায়রা জজ) ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ সিরাজগঞ্জ মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক, চীফ সিরাজগঞ্জ সালমা বেগম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মদ এরফান উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়,সিরাজগঞ্জ সহ বিচার বিভাগ, ও সিরাজগঞ্জে বিভিন্ন পর্যায়ে বিজ্ঞ বিচারক বৃন্দ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বার অ্যাসোসিয়েশনের এডডওয়ার্ড কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান,জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবু,সাধারণ সম্পাদক আবদুর রউফ পান্না, পি, পি এস,এম আব্দুল ওহাব,জি,পি শেখ আব্দুল হামিদ লাভলু,স্পেশাল পি,পি কায়সার আহমেদ লিটন, স্পেশাল পি,পি সহ জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়া কর্মরত কর্মচারীবৃন্দ । বৃক্ষরোপণ কর্মসূচি সামগ্রিক কার্যক্রম সমন্বয় করেন বাদল কুমার চন্দ্র সিনিয়র সহকারী জজ ও ভারপ্রাপ্ত জজ, নেজারত বিভাগ, জেলা জজ আদালত, সিরাজগঞ্জ।