মহেশকাংলা স্কুলে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ সদর উপজেলার মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতীয় তলা ভবনের কাজের শুভ উদ্বোধন হয়েছে। দ্বিতল ভবনটির বাস্তবায়নে - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) সিরাজগঞ্জ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর)সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা কাওয়াকোলা ইউনিয়নে মহেশ কাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন দ্বিতীয় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ে সিনিয়র সচিব কবির বিন -আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ আবিদা সুলতানা, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আজগর আলী,পৌর ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আকবর আলী,ম্যানিজিং কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম,সদর উপজেলা মেছড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম চাকলাদার,মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতৃষ্ণ কুমার কর্মকার, সহকারী শিক্ষিকা ফৌজিয়া খানম, কানিজ ফাতিমা, আফরোজা শিরিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্কুলের কোমল মতি ছাত্র ও ছাত্রীরা সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।