ফরিদপুরের আয়সা সামী কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম শামীমের ইন্তেকাল

নাজিম বকাউল (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আয়সা সামী কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম শামীম(৩৫) ইন্তেকাল করেছেন ।
শুক্রবার ( ২৪ শে সেপ্টেম্বর) সকাল ১০টায় স্টোক করলে মধুখালী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিইয়ে আসার পথে তিনি ইন্তেকাল করেছেন । তিনি মৃত্যুকালে পিতা,স্ত্রী,১মেয়ে ও১ছেলেসহ আত্মীয় স্বজন রেখেগেছেন।
বাদ আসর নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে উপজেলার রায়পুর ইউনিয়নের নিজ গ্রাম ব্রাহ্মণকান্দা মধ্যপাড়া গোরস্থানে মহুমের লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু শোক ও দুঃখ প্রকাশ করেছেন।