মাধবপুরে অবৈধ ভাবে ভারত থেকে দেশে প্রবেশ, আটক-২

রিংকু দেবনাথ (মাধবপুর, হবিগঞ্জ):
ভারত থেকে অবৈধ ভাবে দেশে প্রবেশের অপরাধে হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ যুবক কে আটক করে থানায় সোপর্দ করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যর তাদের আটক করে। আটককৃতরা হল জামালপুর জেলার ইসলামপুর থানার তরখা গ্রামের সামসুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কবুতর পাড়ার মজনু মিয়ার ছেলে আল আমিন (৩৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওই দুই যুবক ৭ মাস পূর্বে চাকরির আশায় ভারতে গিয়েছিল। সেখানে রোজি রোজগারের সুবিধা করতে না পেরে দেশে চলে আসার সময় ৫৫ ব্যাটালিয়ানের তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ মহসিন তাদের আটক করে।