মহেশখালী পৌরসভা ও ৩ ইউপিতে ভোট গ্রহণ কাল

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ পূর্বাহ্ন   |   সারাদেশ



হ্যাপী করিম (মহেশখালী) : 
আগামীকাল ২০ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে  মহেশখালীর ১টি পৌরসভা ও ৩টি ইউপি নির্বাচন। সবখানেই ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের সাথে একই দলের বিদ্রোহী প্রার্থীদের হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। ফলে প্রতিটি নির্বাচনী এলাকায় রয়েছে টান টান উত্তেজনা। ইতিমধ্যে ছোটখাটো বিক্ষিপ্ত সংঘর্ষ সংঘাতের কারণে বিরাজ করছে উত্তাপ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে রয়েছে শংকিত। তবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন হার্ড লাইনে।  এলাকায় এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। 

মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী সহ মোট ৪২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।  অপরদিকে পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদে মেয়র,কাউন্সিল, মহিলা কাউন্সিল'সহ চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনে সর্বমোট ২৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।   মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইম। মহেশখালী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।

পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন, নারী কাউন্সিলর পদে ১১ জন'সহ মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী। পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-২০,৪২৭ জন, পুরুষ ভোটার-১০,৭৯১ ও মহিলা ভোটার-৯,৬২৮ জন, ১০ টি কেন্দ্রে ৪৭ টি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট।

সরজমিনে এলাকা পরিদর্শন করে ও ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, মহেশখালী পৌরসভার এবারের নির্বাচনেও বরাবরের ন্যায় প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী ঘরানার দুই চিরপ্রতিদ্বন্দ্বি হেভি ওয়েট প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও সাবেক মেয়র সরওয়ার আজমের মধ্যে। এবারের নির্বাচনেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রার্থীর তীব্র উত্তেজনা পূর্ণ নির্বাচনে চরম উৎকণ্ঠায় শঙ্কায় রয়েছে প্রার্থীদের কর্মী-সমর্থকরা। নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা এই শঙ্কায় রয়েছে ভোটাররা। অবশ্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন বলছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য তারা সম্ভব সব ধরনের প্রস্তুুতি নিয়ে হার্ড লাইনে রয়েছেন।

কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে কুতুবজোমে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ২ জন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ১০ জনহসহ মোট 
প্রার্থী ৭৭ জন। ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-২০,০৬৩ জন, পুরুষ ভোটার-১০,৪৮৭ ও মহিলা ভোটার-৯৫৭৬ জন, ৯ টি কেন্দ্রে ৪৫ টি বুথ রয়েছে.......

এই ইউনিয়নে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ কামালের সাথে একই দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের সাথে হবে প্রতিদ্বন্দ্বীতা।

হোয়ানকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ১৪ জনহসহ মোট প্রার্থী ৭৯ জন। ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-৩৫,৭১৫ জন, পুরুষ ভোটার-১৮,৬৭৪ ও মহিলা ভোটার-১৭,০৪১ জন, ১৩ টি কেন্দ্রে ৭৮ টি বুথ রয়েছে....

এই ইউনিয়নে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত (বর্তমান চেয়ারম্যান) প্রার্থী মোস্তফা  কামালের সাথে একই দলের বিদ্রোহী প্রার্থী ওয়াজেদ আলী মুরাদ সাথে হবে প্রতিদ্বন্দ্বীতা।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬ জন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ১৯ জনহসহ মোট 
প্রার্থী ৮২ জন। ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-৩১,৬৪৭ জন, পুরুষ ভোটার-১৬,৭১০ ও মহিলা ভোটার-১৪,৭১০ জন, ১৩ টি কেন্দ্রে ৭২ টি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট।

এই ইউনিয়নে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু হায়দার সাথে একই দলের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল'র সাথে হবে প্রতিদ্বন্দ্বীতা।

নির্বাচন প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের নির্দেশনা মতে মহেশখালী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন করেছে। নির্বাচনে প্রভাব বিস্তুারকারীদের কোন প্রকার ছাড়? দেওয়া হবে না।

মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইম জানান, মহেশখালীতে অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মহেশখালী নির্বাচন কমিশন নিরপেক্ষ ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে আচরণবিধি মেনে চলার পরার্মশ দেন।

সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে গেছে  প্রয়োজনীয় সরঞ্জাম।  পৌরসভা ও ৩টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট'সহ ৩প্লাটুন-RAB, ৬প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (BGB), ৩'শ পুলিশ, ৬'শ আনচার পাশাপাশি পুলিশের ভ্রাম্যমাণ দল থাকবে। সব মিলিয়ে একটি পারি সম্পূর্ণ নিরপেক্ষ, পরিচ্ছন্ন ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসন।

সহকারী পুলিশ সুপার (মহেশখালী- কুতুবদিয়া সার্কেল) জাহেদুল ইসলাম বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সমর্থন ও ভোটারদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। সকলেই আইন-শৃংখলার পরিবেশ রক্ষা করে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুন। পুলিশ প্রশাসন আপনাদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। আর নির্বাচনে যদি কেউ প্রভাব বিস্তুার করার চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তেু দমন করে আইনের আওতায় নিয়ে আসা হবে।