আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৮ পূর্বাহ্ন   |   সারাদেশ




জাকির হোসেন (ফরিদপুর) : 

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিন  টায় সালথা থানা পুলিশের আয়োজনে সালথা উপজেলা হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ‌সিকুজ্জামান এর সভাপ‌তি‌ত্বে মত‌ বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা সা‌র্কেল) মোঃ সু‌মিনুর রহমান। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা প্রেসক্রা‌বের সভাপ‌তি মোঃ সে‌লিম মোল‌্যা, উপ‌জেলা পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু, বাবু গণপ‌তি চ‌্যাটার্জী প্রমূখ। এছাড়াও উপ‌জেলা পূজা উদযাপন ক‌মি‌টির নেতৃবৃন্দসহ বি‌ভিন্ন দূর্গা ম‌ন্দি‌রের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। মত‌ বি‌নিময় সভা‌টি সঞ্চালনা ক‌রেন, সালথা থানা পু‌লি‌শের এসআই গোলাম মোন্তাসীর মারুফ।

মত বি‌নিময় সভায়, যথাযথ স্বাস্থ‌্যবি‌ধি মেনে সরকা‌রি নি‌র্দেশনা ম‌তে হিন্দু ধর্মালম্বী‌দের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা উপ‌জেলার ৪৫ টি দূর্গা মন্দি‌রে যথাযথভা‌বে পালন করার কথা বলা হয়। এছাড়াও সভায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হবে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না।