মোংলায় জেলেদের মাঝেলাইফবয়া,লাইফজ্যাকেট ও রেডিওবিতরনকরেছেন কোস্টগার্ড পরিচালক

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪ অপরাহ্ন   |   সারাদেশ




আলীআজীম (মোংলা,বাগেরহাট):


দূর্যোগকালীনসময়েব্যবহারেরজন্য মোংলাউপকুলীয়অঞ্চলে জেলেদেরমাঝেলাইফজ্যাকেট,লাইফবয়া,রেডিও,টসলাইট ও কম্বল বিতরনকরেছেনবাংলাদেশ কোস্টগার্ড এরমহাপরিচালকরিয়ারএডমিরালআশরাফুলহক চৌধুরী। 

বৃহঃপতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেইস এ  প্রায় ৩০ জেলেদেরমাঝেএসবসামুগ্রী জেলেদেরহাতেতুলেদেন সংস্থাটিরমহাপরিচালক। 

এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনালকমান্ডারক্যাপটেনশাজাহানসিরাজসহ  সংস্থাটির উদ্ধোতনকর্মকর্তারাউপস্থিত ছিলেন। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানোহয়,মুজিবশতবর্ষ উপলক্ষে ধারাবাহিকবিতরনের অংশ হিসেবেআজ  জেলেদেরমাঝেএসবসামুগ্রীবিতরনহয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।