ফরিদপুরে জেলা বাস মালিক গ্রুপের নব নির্মিত কার্যালয়ের শুভ উদ্ধোধন

নাজিম বকাউল (ফরিদপুর) :
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নব নির্মিত কার্যালয়ের উদ্ধোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের পুলিশ সুপার মো আলীমুজ্জামান বিপিএম- সেবা । বুধবার ( ১৫ ই সেপ্টেম্বর ) দুপুরে ফরিদপুর নতুন বাসস্টান্ডের পৌর ভবনের ৩য় তলায় নিজস্ব অর্থায়নে এই কার্যালয় নির্মাণ করা হয়।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক আলী আহসান বনি এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাস মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক ফারুক ভুঁইয়া , ফরিদপুর শ্রমিক ইউনিয়নের (১০৫৫) সাধারন সম্পাদক গোলাম মো নাসির সহ বাস মালিক গ্রুপের অন্যান্য কর্মকর্তারা ।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন সুজিত কুমার সাহা ( মিঠুন )। নব নির্মিত কার্যালয়ের আর্থিক সহযোগীতা করেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন লাইন পরিবহনের কর্ণধার মো ওয়াহিদ মিয়া ( কুটি ) ।