খুলনায় শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার! থানায় মামলা

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ




এম এ আজিম (খুলনা): 
খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামে  এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে থানায় মামলা দাখিল হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতারে অভিযানে নেমেছে।
জানা যায়, রামনগর গ্রামের ধলা সরদারের বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. টুটুল শেখের শিশু কন্যা প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে ৭ টায় বের হয়ে মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদারের ঘরের সামনে আসলে মুসা সরদার তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে গামছা দিয়ে মুখ ও দড়ি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে। এই ঘটনা শুনে শিশু শিক্ষার্থীর বড় ভাই হাসান শেখ মুসা সরদারের ভাইদেরকে ডেকে তাদের সামনে লম্পট মুসা সরদারকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করে। পরবর্তীতে তাদের বাড়িতে উপস্থিত হয়ে শিশু শিক্ষার্থীর মায়ের পায়ে ধরে ক্ষমা চায় এবং এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে। তার পরপর এলাকার একটি পক্ষ বিষয়টিকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালায় ব্যার্থ হয়।
পরে টুটুল শেখ ও তার স্ত্রী শান্তি বেগম অসুস্থ মেয়েকে সাথে নিয়ে থানায় মামলা করতে যায়। পুলিশ ধর্ষিতাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা শান্তি বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নাম্বার-১৫, তারিখ ১৪/০৯/২০২১।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।