সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ




এমএ জামান (সাতক্ষীরা) : 
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের  পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে  যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  কমপক্ষে ২০/২৫  জন আহত হয়েছে। আহতদের পাটকেলঘাটা সাতক্ষীরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 
 প্রত্যক্ষদর্শী মশিয়ার রহমান জানান, রোববার   বেলা আড়াটার দিকে  পাটকেলঘাটা  হারুণ অর  রশিদ কলেজের   বিপরীত দিক থেকে আসা ট্রাক  সাতক্ষীরা ট - ১১-০২০৬ ও খুলনাগামী  যাত্রীবাহী বাস  খুলনা মেট্রো - জ -১১-০১৬৭ এর মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার মারাত্বক আহত হয়। আহত  ট্রাক ড্রাইভার কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  সাতক্ষীরা নিয়ে যাওয়া হয়।  তবে ট্রাক ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত  খুলনার বারান্দির টেকের হাটের  নির্মল মন্ডল (৫০)  খুলনার গিলেতলা  ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর গ্রামের  রুনা বেগম (৫০),  চোমর খালী গ্রামের সাধনা মন্ডল (৪৫), খুলনা শিরোমনির রেখা বেগম (৩৮) কে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  সড়কে সকল প্রকার  যান  চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে  আহতদের  উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি ।