মাধবপুরে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ পূর্বাহ্ন   |   সারাদেশ



রিংকু দেবনাথ ( মাধবপুর, হবিগঞ্জ) : 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু -কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন ও জগদীশপুর জে সি হাই স্কুল এন্ড কলেজে কোবিড-১৯ পরিস্থিতিতে ছাত্র শিক্ষকদের শরীরের তাপমাত্রা পরিক্ষার জন্য একটি টেম্পারেচার গান প্রদান করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জগদীশপুর জে সি হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে ' জগদীশপুর স্পোর্টস একাডেমি'র পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জগদীশপুর স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল আনোয়ার টিটু, সাধারণ সম্পাদক অলি মোঃ আহাদুল আনোয়ার মিটু, মাঠ ম্যানাজার ও কোশাধক্ষ আব্দুল কুদ্দুছ পলাশ, প্রধান প্রশিক্ষক ও শিক্ষার্থীর সার্বিক নিয়ন্ত্রক মোস্তফা কামাল, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংঘটক শাহানুর রাহমান শুভন প্রমুখ। উল্লেখ্য জগদীশপুর ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি এলাকার শিশু- কিশোরদের মাদক ও বাজে আড্ডা থেকে দুরে রেখে খেলাধুলায় মনোযোগী করার উদ্দেশ্যে প্রায় ছয়মাস আগে এই একাডেমির যাত্রা শুরু হয়। বর্তমানে ১৭৫ জন শিশু - কিশোর এই একাডেমিতে নিয়মিত ফ্রী প্রশিক্ষণ নিচ্ছি।