ভালুকায় হিজড়াদের সাথে এমপির মতবিনিময় অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮ অপরাহ্ন   |   সারাদেশ


আদ্রিয়া রুম্পা (ভালুকা,ময়মনসিংহ) : 
ময়মনসিংহের ভালুকায় হিজড়াদের সাথে এমপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে উক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীনি শিক্ষা কার্যক্রমের উদ্যোক্তা হাফেজ মাওলানা মুফতি নোমান আহমেদ রিয়াদ, উম্মে জেসমিন সিদ্দিকীসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় ভালুকার স্থানীয় হিজড়াদের সর্দার স্বপ্না রাণীর নেতৃত্বে আলোচনা সভায় ১৫ জন হিজড়া অংশ নেয়। 
মতবিনিময় সভায় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি বলেন, হিজড়ারা অবহেলার পাত্র নয় বরং তারা আমাদের সম্পদ। আর তাই তাদেরকে পুনর্বাসনের আওতায় এনে কর্মমুখি করে গড়ে তুলে সমাজে মাথা উঁচু করে বাঁচার উদ্যোগ গ্রহন করা হবে। আর এ জন্য সরকারি যত প্রকার সুযোগ সুবিধা রয়েছে তা হিজড়াদের প্রদান করা হবে, প্রয়োজনে কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। এছাড়াও হিজড়া পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরন করা হবে তাদের মাঝে। এসময় রাস্তাঘাট, শহর বন্দরে অবাধ বিচরনের মাধ্যমে হাত পেতে বা জিম্মি করে মানুষদের কাছ থেকে টাকা নেয়া বন্ধ করতে হিজড়াদের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য। 
আলোচনা সভায় হিজড়া সর্দার স্বপ্না তার বক্তব্যে জানায়, ময়মনসিংহ জেলায় তাদের সাংগঠনিক সর্দারকে প্রতিমাসে ১০ হাজার করে টাকা দিতে হয়। আর এই অবস্থায় তাদের কাছ থেকে সরে আসাটা অনেক কঠিন বলে উল্লেখ্য করেন তিনি। 
মতবিনিময় সভা শেষে হিজড়াদের আর্থিক সহায়তা প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।